আগামী নির্বাচনে সব আসনেই প্রার্থী দিতে চায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্য সামনে রেখে দল গোছানো ও নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য শর্তপূরণে মনোযোগ দিয়েছে এর নীতিনির্ধারকেরা। সেই লক্ষ্যে একটি বিশেষ টিম গঠনের প্রক্রিয়া চলছে।
জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের গড়া এনসিপি আত্মপ্রকাশ করে গত ২৮ ফেব্রুয়ারি। এরই মধ্যে নতুন দল নিবন্ধনের আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এনসিপির বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, আগামী দুই মাসের মধ্যে দেশের অধিকাংশ জেলা, উপজেলা–থানা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি গঠনের লক্ষ্য রয়েছে দলটির। যদিও ইসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী দল নিবন্ধনের জন্য ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।
দলীয় সূত্র থেকে জানা গেছে, এই সময়ের মধ্যে শর্ত পূরণের চেষ্টা আছে তাদের। ইসিতে নিবন্ধিত হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক দলীয় কার্যালয় স্থাপনসহ আনুষঙ্গিক কাজের প্রস্তুতি চলছে। রমজান মাসে এ ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা কম। এমতাবস্থায় নিবন্ধন আবেদনের সময় বাড়াতে ইসির কাছে আবেদন করতে পারে এনসিপি। তবে দল গোছাতে দায়িত্বপ্রাপ্ত নেতারা তৃণমূল পর্যায়ে যোগাযোগ শুরু করেছেন। ঈদুল ফিতরের পর দল গোছানোর কাজ পুরোদমে শুরু হবে।